মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের সংগঠক ও রাশিয়া ফেরত কমরেড আব্দুল আজিজের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় রুহিয়া ছালেহীয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এরপুর্বে বুধবার রাত ১০ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন কমরেড আব্দুল আজিজ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র ও ৪ কন্যা, নাতি নাতনী আত্বীয় সজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু ,সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।
কমরেড আব্দুল আজিজ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন।তিনি সমাজ সেবক হিসেবে আমৃত্যু মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছেন। রুহিয়া আজাদ মেলা প্রতিষ্ঠায় যাদের ভ’মিকা ছিল অপরিসীম কমরেড আব্দুল আজিজ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি রুহিয়া ইউনিয়নের ফুলকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন।তিনি বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রথম সারির নেতা হওয়ায় দলীয় খরচে তিনি রাশিয়া ভ্রমন করেন।