টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নাগরপুর সদর বাজারে এ লিফলেট বিতরন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। লিফলেট বিতরণ উপলক্ষে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নাগরপুর সরকারি কলেজ চত্বরে জড়ো হয়। আতিকুর রহমান আতিক এর নেতৃত্বে বিশাল একটি মিছিল নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মিলিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আতিকুর রহমান আতিক। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জণগণের সামনে তুলে ধরেন তিনি। আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি শিব শংকর সূত্রধর ,সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
নাগরপুরে ৩১দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আতিক
প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ অক্টোবর, ২০২৫