শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিক দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে নাবিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় প্রত্যাবর্তনকারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
নাবিকরা হলেন: ১. বাগেরহাট জেলার সদর থানার আরজ আলী শেখের ছেলে রাজিব শেখ (২৭)। ২. বাগেরহাটের চিতলমারী থানার ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০)। ৩. বাগেরহাটের চিতলমারী থানার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮)। ৪. বাগেরহাটের ফকিরহাট থানার শুভদিয়া এলাকার মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪)। ৫. মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২)। ৬. মাগুরার মোহাম্মদপুর থানার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯)। ৭. নড়াইল জেলার লোহাগড়া থানার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫)। ৮. নড়াইল জেলার লোহাগড়া থানার মাহাবুবুর রহামানের ছেলে মো. জিহাদ মোল্লা (২৫)। ৯. গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২)। ১০. গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬)। ১১. যশোর জেলার সদর থানার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩)। ১২. নড়াইল জেলার লোহাগড়া থানার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।
জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতে গমনকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দ্বীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ভারতীয় সাগর থানা পুলিশ এই নাবিকদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইকোন সেন্টারে আশ্রয় দেয়।
প্রায় আট মাস মানবিক সহায়তায় সেখানে থাকার পর অবশেষে দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তাঁরা ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলেটেটর শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরে আসায় আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।