সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব শের আলী মাস্টারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম মাছখোলায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন—
“আলহাজ্ব শের আলী মাস্টার ছিলেন একজন সৎ, নিরহংকারী ও শিক্ষানুরাগী মানুষ। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সন্তান অ্যাডভোকেট শামীম হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।