শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে  ৫৪৫ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরবে না, তারই ধারাবাহিকতায় মাননীয়  প্রধানমন্ত্রী করোনা ভাইরাস ( কোভিড-১৯)  মোকাবেলারসহ  ভাঙন ও পানি বন্ধি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি বন্ধি নদী ভাঙ্গন  অসহায় মানুষের মাঝে  দ্রুত জিআর চাউল পৌঁছে দিচ্ছেন চৌহালী উপজেলা প্রশাসন।

উপজেলার যমুনা  নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তলিয়ে গেছে  ফসলি জমি,কাচা রাস্তাঘাট,বসতভিটা,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,কবরস্থান ও পাকা সড়ক। চর্থবারের মত পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। বাড়ির উঠানে  পানি উঠে  তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। বর্ষা,বন্যা, ভারিবর্ষন  ও করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্ধ। জমির বাদাম, পাট, তিল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। এদিকে  তৃতীয় ভারের মতো পাহাড়ি ঢলে উজান থেকে ধেয়ে আসছে পানি, এতে গবাদিপশু হাস মরগী নিয়ে বিপাককে সাধারণ মানুষ । অসহায় দুঃস্থ বানভাসি মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২০জুলাই) সকালে  খাষপুখুরিয়া  ইউনিয়ন পরিষদ থেকে এসব নদী ভাঙন ও বন্যায় দুর্গত পানি বন্ধি মানুষেমানুষের মধ্যে  জি আর চাল ৫৪৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন ,  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ( ট্যাগ)  মো গিয়াসউদ্দিন, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সরকার,  খাষপুখুরিয়া বি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু দাউদ সরকার, বোরহান উদ্দিন সরকার, নজরুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান  প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ,ইউপি সদস্য  ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।