পাবনা ফরিদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্তরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
তারা বলেন, রাষ্ট্রের সকল প্রজার ন্যায় আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই সল্প বেতনে সবই ব্যাহত হচ্ছে। সমাজে আমরা নিম্নমানের জীবন যাপন করছি।তাই পূর্বের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বস্তবায়নের জোর দাবী করছি। মানববন্ধনের সভাপতি আল্লাহ – আবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোর্তজা বলেন,দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন এখন চরম কষ্টকর হয়ে উঠেছে।