পাবনার চাটমোহর উপজেলায় বিস্ফোরকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাযায়, বিজ্ঞ আদালতে হাজিরা না দেওয়ায় বিস্ফোরক মামলার আসামি উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ও হাঁসুপুর গ্রামের মোঃ রওশন আলীর ছেলে মোঃ রাসেল আহমেদ (৪৬) এবং বেজপাটিয়াতা গ্রামের মৃত লছু প্রাং-এর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৬)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজন আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন— কুমারগাড়ার মৃত আমির হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৭), কাজীপাড়ার মোমিন হোসেনের ছেলে মোঃ সাকিব হোসেন (২৮), কুমারগাড়ার মৃত ইসমাইল সরকারের ছেলে মোঃ জামালউদ্দিন (৩৮), শিতলাই গ্রামের আব্বাস ফকিরের ছেলে মোঃ সাগর ফকির (৫১) এবং
খতবাড়ী গ্রামের মৃত মাদার বক্সের ছেলে নজরুল ইসলাম (৪৭)।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, > “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার রাতে পৃথক অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরো বলেন।