পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় একদন্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও একদন্ত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো: আশরাফুল আলম।
একদন্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক বাবুল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফি, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু, সাংগঠনিক সেলিম হোসেন, প্রভাষক কোরবান আলী প্রমুখ।
সাবেক পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন তুষার, একদন্ত ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক জিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ সরদারর,সদস্য আবু মুসা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা আয়নাল মোল্লা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি /সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। তাই আমাদের নেতাকর্মীদের কঠোর হতে হবে।
প্রতিটি ওয়াডে,গ্রামে পাড়া-মহল্লায় গিয়ো,চাচি, খালা খালু,আত্নীয় স্বজন ভাই ভাবীদের কাছে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। কারন দিন শেষে আমরা সবাই বিএনপি।
আমাদের নেতা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। আমরা ধানের শীষের বাইরে কেউই যাবো না।
আমাদের এই আসন থেকে হাবিবুর রহমান হাবিব ভাই বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে মন্ত্রী হিসাবে দেখতে চাই।