শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গাংগাইল ইউপি চেয়ারম্যান সহ ৭জনের নামে চাঁদাবাজির মামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নয়ন সহ ৭জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৫/২০জনের নামে নান্দাইল মডেল থানায় চাঁদাবাজি সহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। অরন্যপাশা গ্রামের হাজ¦ী মৃত মমতাজ উদ্দিন ভূইঁয়ার পুত্র মোঃ আহসান হাবীব ওরফে সবুজ মিয়া কর্তৃক থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, বাদী অরন্যপাশা সাকিনের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের্^  ২ একর ৫০ শতাংশ জমিতে ইটভাটা পরিচালনা করার জন্য জনৈক আবদুল জলিলের নিকট ভাড়া প্রদান করেন। গত ১লা সেপ্টেম্বর/২০২৩ তারিখে ভাড়ার মেয়াদোর্ত্তীন হওয়ায় তিনি ইটভাটার ব্যবসা পরিচালনা করবেন না বলে জানায়। পরবর্তী সময়ে আহসান হাবীব সবুজ নিজেই ইটভাটা জলিলের নিকট থেকে ক্রয় করে নিজেই ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৮ মে ২০২৪ তারিখে আসাদুজ্জামান নয়ন ইটভাটা পরিচালনা করতে হলে নগদ ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে কামরুজ্জামান কামরুল, মনিরুজ্জামান বিজয়, আনিছুজ্জামান চন্দন, আশরাফুজ্জামান অরন্য, পারভেজ সরকার, শামসুল হক সহ ১৫/২০জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা সহ অন্যান্য দেশীয় তৈরি মারাত্মক অস্ত্র নিয়ে ইটভাটায় অনধিকার প্রবেশ করে আলাল উদ্দিন ভূইঁয়া, এশার উদ্দিন ভূইঁয়াকে মারপিট করে মারাত্মক আহত করে এবং ইটভাটায় প্রবেশ করে ইটভাটার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে ১ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিলম্বে প্রাপ্ত এজাহার সূত্রে জানাযায়। এছাড়া ইটভাটায় রক্ষিত ১৫ লাখ ১৭ হাজার ইট, জমাকরা (স্তুপ করা) ৭ লাখ মাটি সহ অন্যান্য মালামাল সহ মোট মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা লুটপাট করে আসামীরা অজ্ঞাতনামা ট্রাক গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। তৎকালীন সময়ে বাদী মামলা করতে চাইলেও আসাদুজ্জামান নয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় নান্দাইল থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। বাদী মোঃ আহসান হাবীব সবুজ গত ১১ সেপ্টেম্বর ২০২৫ নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েল করলে থানা পুলিশ আইনের ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করে। মামলা নং- ১০ (১০১/২০২৫)। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। উপ-পরিদর্শক শাহ মুজাহিদুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।