বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে সাংবাদিকপুত্র আবিরের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
দৈনিক সমকাল-এর চাটমোহর উপজেলা প্রতিনিধি ও চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবিরের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) চাটমোহরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মধ্য শালিখা মসজিদ মাঠে জানাজা শেষে তাকে বি গুয়াখাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আবিরের স্বজন, বন্ধু, সহপাঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও সংক্ষিপ্ত বক্তব্য দেন— পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মধ্য শালিখা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজিউর রহমান রুমী, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল এবং সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ নভেম্বর (শুক্রবার) বাবার সঙ্গে জুমার নামাজ আদায় শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আবির। পথে উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সেখানে একাধিক অস্ত্রোপচার করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের।
দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে না ফেরার দেশে চলে যায় সে।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী সাংবাদিক ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।