শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করলো জামায়াত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা জড়িরপাড় এলাকায় ফুটবল  বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখা।
‎শুকবার (১৭ অক্টোবর ) দুপুরে পাটুয়াভাঙ্গা জড়িরপাড় গ্রামে যুবকদের মাঝে  আয়োজিত অনুষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শরিফ উদ্দিন নয়ন ও সেক্রেটারি জাঙ্গালিয়া আলম, শিমুলিয়া বাজার পেশাজীবি ইউনিটের সভাপতি শামসুল ইসলাম ও মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ‎অতিথিরা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।