বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সম্মেলন সম্পূর্ণ হয়েছে। সম্মেলনে সভাপতি হিলাল উদ্দিন, সাধারণ সম্পাদ শাহিন আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রামানিক সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।
আজ শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে লক্ষ্মীপুর “ব্লু স্মৃতি গ্রন্থাগারে কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতত্ব করেন মোঃ হেলাল উদ্দিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম রবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু।
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ বাবুল করিমের সঞ্চালনা এ সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুল ইসলাম ঝন্টু প্রমূখ।
উক্ত সম্মেলনে পৌর কৃষক দলের আহবায়ক বিএম বাবুল হোসেন,দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সবুজ হোসেন, সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি /সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নির্বাচিত সভাপতি / সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর ইউনিয়ন শ্রমিক দলকে সুসংগঠিত করে দলের জন্য কাজ করতে হবে।
প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে।
সবাইকে এক সাথে হয়ে কাঁধে কাঁধ রেখে সংসদ নির্বাচনে লড়াই করতে হবে। এবং আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
দেশের উন্নয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের লক্ষ্য উপজেলা শ্রমিক দল ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে।
আমাদের নেতা বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে মন্ত্রী হিসাবে দেখতে চাই।
উক্ত সম্মেলনে লক্ষীপুর ইউনিয়ন শাখা শ্রমিক দলের একটি পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।