বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সচেতনতার বার্তা নিয়ে চাটমোহরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
পাবনার চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) নির্বাচনী এলাকার বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাসান জাফর তুহিন।
সড়ক ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান তারেক রহমান, পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা যুবদল সভাপতি মোঃ গোলজার হোসেন, পৌর যুবদল সভাপতি তানভীর জুয়েল লিখন, যুবনেতা মাসুমসহ ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জাফর তুহিন বলেন, “আমাদের চারপাশের পরিবেশের পাশাপাশি নিজেদের ঘরবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। চাটমোহরবাসীকে আমি আহ্বান জানাই—সচেতনতার সাথে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলুন। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ, তারা যেন দায়িত্বশীলভাবে ময়লা ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করেন।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।