শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি প্রার্থী ডা. হামিদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের সিংজোড়া পূর্বপাড়া গ্রামে মো. আমিনুল ইসলাম (৩০) নামের এক কৃষকের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরে রক্ষিত ধান, চাল, কাপড়চোপড় ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এতে পরিবারের সর্বস্ব হারালেও মহান আল্লাহর অশেষ কৃপায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. আমিনুল ইসলাম একজন কৃষক। তাঁর দুইজন শিশু সন্তান রয়েছে। অগ্নিকাণ্ডে তাঁর পরিবার বর্তমানে চরম মানবেতর অবস্থায় রয়েছে।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী এবং বিশিষ্ট চিকিৎসক ডা. একেএম আব্দুল হামিদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সান্ত্বনা জানান এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ডা. হামিদ বলেন, মানবিক বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন ঈমানদার মানুষের দায়িত্ব। আমরা জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।”
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবন কতটা অনিশ্চিত। তাই আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত প্রসারিত করা।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, গয়হাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষতিগ্রস্ত কৃষক মো.আমিনুল ইসলাম বলেন, আমি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এমন সময় জামায়াত নেতা ডা. একেএম আব্দুল হামিদ আমাদের দেখতে এসেছেন, সহানুভূতি প্রকাশ করেছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন,আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের কিছুই রক্ষা করা যায়নি।
এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।