বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায়, টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরপুর সরকারি কলেজ চত্বরে, ছাত্র দলের এ নবীন বরনের আয়োজন করে। কলেজ ছাত্র দলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঊক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেল,সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ। ছাত্র দলের নেতাকর্মীরা নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠান শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরন অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫