আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় চাঁদভা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা।
এসময় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
চাঁদভা ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফি উদ্দিন শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন তুষার প্রমুখ।
উক্ত বর্ধিত সভায় চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। আমাদের প্রানের নেতা পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয় করতে হবে।
প্রতিদিন আপ ওয়াডে ওয়াডে গিয়ে হাবিব ভাইয়ের জন্য ভোট চাইতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত যেখানে যার সাথে দেখা হবে সেখানেই ধরনের শীষের ভোট চাইতে হবে।
আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ধানের শীষের মনোনীত যে প্রার্থী হবে তারই নির্বাচন করে জয় লাভ করা ইনশাল্লাহ।