যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। ভোররাতে প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি)-এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় যৌথ বাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা আজহারুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে পাইপগান জাতীয় দুইটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
তবে অভিযানের সময় মূল আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে সেনা সূত্র।
অভয়নগর আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
স্থানীয়দের ধারণা, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু দুষ্কৃতকারীর গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনীর এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।