বৃহস্পতিবার , ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই রজব, ১৪৪৭ হিজরি

ক্যান্সার আক্রান্ত সেই রাবি শিক্ষার্থীর পাশে প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে রাবির’র ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের মাষ্টার্স শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত দেলোয়ার হোসেন সুমনের পাশে দাঁড়ালো প্রশাসন। সুমন উপজেলার চরপিপলা গ্রামের আজহার হোসেনের একমাত্র ছেলে।
মুলত গত বৃহস্পতি ও শুক্রবার সংবাদ প্রকাশের পর সোমবার শেষ বিকেলে সুমনের চিকিৎসা সহায়তার জন্য তাঁর বাবার হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। তিনি অসুস্থ্য সুমনের খোঁজখবর নিয়ে সুস্থ্যতা কামনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, যেকোন মানবিক সহায়তায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। আগামীতে আর্থিক সহযোগিতার বাইরে অন্যভাবে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অপরদিকে সুমনের চিকিৎসার জন্য আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম, বিবেক ফাউন্ডেশন, নাটোর জেলা সমিতি ঢাকা, ব্যাক্তি, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
সুমনের পিতা আজহার হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ে উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেয়েছেন। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে তিনি সুহৃদ, দানবীর ও মানবিক মানুষের সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- দেলোয়ার হোসেন, অগ্রনী ব্যাংক চাঁচকৈড় বাজার শাখা, এ্যকাউন্ট নম্বর-০২০০০২২০৮১১৫৮ এবং বিকাশ ০১৭৬৪৯০৩০১১।

জানা গেছে, ২০২২সালের জুলাই তার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পরে। টিউমারটি কারনে অসহনীয় ব্যথা ও ধীরে ধীরে দুই পায়ে অসাড়ভাব নেমে আসতে থাকে। মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে টিউমার অপসারন করা হয়। তিনমাস পর আবার ব্যথা শুরু হলে করতে গিয়ে পরিক্ষায় হাড় ক্যান্সার ধরা পরে। সেখানে তিনি অধ্যাপক ডাক্তার এস.কে সাদের হোসেনের তত্ববধানে চিকিৎসাধীন থেকে ১২টি কেমোথেরাপি ৩৮টি রেডিওথেরাপি নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে বাড়ি ফিরেন।
চলতি বছরের শুরুতে নতুন পরীক্ষা রিপোর্টে দেখা যায়, আক্রান্ত ক্যান্সার সেল ফিরে এসেছে এবং সেটি ফুসফুস ও স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়েছে। ডাক্তার সাদের হোসেন উন্নত চিকিৎসার জন্য সুমনকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (সিএমসি) চিকিৎসার পরামর্শ দেন। এরইমধ্যে সুমনের চিকিৎসা করাতে ৩০ লাখ টাকা ব্যায় করে সর্বশান্ত পরিবারটি। ধারদেনা করে বর্তমানে সুমনকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠিয়েছে তার পরিবার। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

রাবির ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্ঠা আমিরুল ইসলাম কনক বলেন, সুমন আমার এলাকার ছেলে। প্রাথমিকভাবে বিভাগের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগীতা করা হয়েছে। বড় আর্থিক সহযোগীতা করতে ছাত্র-শিক্ষক সমন্ময়ে ফান্ড গঠনের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।