পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর বৃদ্ধা আয়েশা বেগম হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইয়াকুব আলী (২৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারো মাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ইয়াকুব আলী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাঁইড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে। র্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৪নং আসামি ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গত ১০ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জেরে আয়েশা বেগম নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় ৪নং আসামি ইয়াকুব আলীকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।