শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চাটমোহর থানার মনজুরুল আলম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সামগ্রিক কর্মতৎপরতা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন পাবনা জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মনজুরুল আলম চাটমোহর থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। তিনি নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি মনজুরুল আলম বলেন, “এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো চাটমোহর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি চাটমোহরের মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল থাকার চেষ্টা করি। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে আমি বিশ্বাস করি মানবিকতা, সেবা ও সততার কোনো বিকল্প নেই। জনগণের সহযোগিতা পেলেই সমাজ থেকে অপরাধ দমন সম্ভব।

তাঁর এই অর্জনে চাটমোহর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ওসি মনজুরুল আলমের মতো কর্মদক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তারা দেশের পুলিশ বাহিনীতে জনআস্থা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।