মোঃ কামাল হোসেন যশোর থেকে:
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে নির্দেশ মোতাবেক যশোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে নাভারন সার্কেল জনাব মোঃ জুয়েল ইমরান (এএসপি) সাহেব এর দিকনির্দেশনাই,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃবদরুল আলম খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে শার্শা থানার এএসআই মোঃসামছুজ্জামান চৌকস মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মঙ্গলবার ১৮/০৮/২০২০ইং তারিখে ২৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২)কে আটক করে।
এ বিষয়ে এএসআই শামসুজ্জামান সাহেবের সাথে কথা বললে,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।তিনি আরো বলেন,উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে যশোর জেলার শার্শা থানার জনগণকে মাদকমুক্ত রাখতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম পিতা-মোঃ মনিরুজ্জামান স্থায়ী ঠিকানা :শিবনাথপুর (বারপোতা)থানা-বেনাপোল পোর্ট থানা।তার বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
যার মামলা নং-২৩,তারিখ ১৮/৮/২০২০ইং। অনুসন্ধানে জানা যায়, মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম যশোর শার্শা থানাধীন ০৮নং বাগআঁচড়া ইউপি এলাকার মাকড়ার বিলের চৌরাস্তার মোড়ে মসজিদের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ২৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।উক্ত ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজ করে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।