শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে সরকারি রাস্তা দখল করে ১০ পরিবারকে অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামে সরকারি রাস্তা দখল করে ১০টি পরিবারকে প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী পরিবারের তিন ভাই। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রভাবশালী তিন ভাই আবদুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে করে অন্তত ১০টি পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

 

অবরুদ্ধ পরিবারগুলোর সদস্যরা জানান, গত ৩ অক্টোবর ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

 

এক ভুক্তভোগী সবুজ মণ্ডল বলেন, আমরা প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। বাইরে বের হতে পারছি না। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এখন যেন বন্দির মতো জীবন কাটাচ্ছি।

 

অবরুদ্ধ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী ও নাব্দুল মাওয়াল খান।

 

এ বিষয়ে অভিযুক্ত আবদুল আউয়াল খান বলেন, এটা আমাদের ব্যক্তিগত রাস্তা তাই আমরা বেড়া দিয়েছি, তবে সরকারি রাস্তা প্রমাণিত হলে আমরা ছেড়ে দিব।

 

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, “যতদূর জানি, এটি বহুদিনের সরকারি রাস্তা। কোনোভাবেই ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করা যায় না।”

 

ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছিলাম। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় বসতে বলা হয়েছিল। বিবাদী পক্ষ উপস্থিত হলেও বাদী সবুজ মণ্ডল উপস্থিত না থাকায় আলোচনা স্থগিত হয়।

 

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, অবরুদ্ধ করে রাখার বিষয়টি খুবই ন্যাক্কারজনক। ঘটনাটি সম্পর্কে অবহিত হলাম, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে, যাতে ভুক্তভোগী পরিবারগুলো স্বাভাবিকভাবে চলাচলের অধিকার ফিরে পায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।