বেলাল হোসাইন,(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহেদ ও সভাপতি সাহেদুল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
মুহাম্মদ ইলিয়াছ কে আহ্বায়ক এবং মো:মুক্তার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা ছাত্রদল ও মো:আব্দুর রহিম বিশালকে আহ্বায়ক ও শেখ দাউদুল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্যের পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেলা ছাত্র দলের নির্দেশনা মোতাবেক আগামী ৬০দিনের মধ্যে এই কমিটিকে ইউনিয়ন,ওয়ার্ড ও বর্ষ কমিটি গঠন পূর্বক জেলা ছাত্রদল বরাবর প্রেরন করতে বলা হয়েছে।
নব গঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ বলেন,আমাদের উদ্দেশ্য থাকবে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি করে ছাত্রদল কে গতিশীল করা। বরাবরের মত ছাত্রদল সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।