পাবনার ঈশ্বরদীতে এটি এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও তার পরিবারের নামে “কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড “কর্তৃক কুষ্টিয়াতে মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ সম্মেলন এর প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এটি এন্টারপ্রাইজ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বতাধিকারী ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুবদল নেতা ফয়সাল আহমেদ জুয়েলসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এটি এন্টারপ্রাইজ এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে পদ্মা নদীতে চাঁদাবাজির কথা বলা হয়েছে। কিন্ত তাদের জানা নেই আমি বাংলা ১৪৩২ সালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া রানাখড়িয়া তরিয়া মহাল ঘাটের বৈধ ইজারাদার। আমি সেখানে ইজারা আদায় করবো এতে প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে এটাই আইনগত প্রক্রিয়া। মেহেদী অভিযোগ করে আরো বলেন, খন্দকার ট্রেডার্স বি আই ডাব্লিউ টি এ কর্তৃক পাকশী হতে গোয়ালনন্দঘাট পর্যন্ত নৌ চ্যানেলের ইজাদার হলেও তারা ইজারা সিমানার বাহিরে সাঁড়া ইউনিয়নে এসে ইজারা আদায় করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিয়ে দেখার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মিথ্যাচারের বিরুদ্ধে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ অক্টোবর, ২০২৫