রবিবার , ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে ৩১ দফা  লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলায়  বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা  লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ  শনিবার  (৪ই অক্টোবর ) বিকালে দৌলতপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,  জেলা কৃষক দলের আহব্বায়ক,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
তোজাম্মেল হক তোজা বলেন “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন- সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নুরুজ্জামান (রাশেদ), সাদেকুর রহমান (তুলা) সাবেক আহবায়ক কৃষক  দল মোঃ শওকত মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব, মির্জা বাদল, যুগ্মসাধারণ সম্পাদক কৃষক দল, মো: রাজিব খান,সভাপতি, দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।