রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি:
বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় পানি থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (১৬) পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেলেও ওই পুকুরে অন্য বাড়ির লোকজন গোসল করতে নেমে হৃদয়কে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনামিকা রায় হৃদয়কে মৃত ঘোষণা করেন। হৃদয়ের পরিবার জানায়, হৃদয় মৃগী রোগে আক্রান্ত ছিল। যে কারনে পানিতে নেমে আর উঠতে পারেনি। পুলিশ ময়না তদন্তর জন্য হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।।