পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর সকাল ১০টার সময় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ নাসির উদ্দীন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য দারসুল কুরআন পেশ করেন উপজেলা সাবেক আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আমিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শাহাদাত হোসেন, এনামুল হক, আব্দুল মুকিম, আব্দুল মালেক, ওলিউল্লাহ, খাইরুল ইসলাম, আব্দুস সালাম, মিজানুর রহমান, ইকরামুল হক প্রমূখ।