লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের আবু তারেক (১৯ গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পিতার নাম আবুল কালাম,মাতা- নুর জাহান বেগম, গ্রাম -বমুরকুল ৬ নং ওয়ার্ড বমু বিলছড়ি, চকরিয়া, কক্সবাজার।
পারিবারিক সূত্রে জানায়, সে এস.আলম গাড়িতে সহকারি (হেল্পফার) হিসেবে প্রায় দশ বছর ধরে কর্মরত ছিল। ঢাকা -চট্রগ্রাম রোডে। বাড়ির মা বাবার সাথে গত ৪ দিন ধরে কোন রকমে যোগাযোগ নেই।
তার পিতা একজন প্রতিবন্ধী লোক। সে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সব জায়গায় মোভ করে যোগাযোগ করতে পারছে না।
কেউ সন্ধান পেলে যোগাযোগ করুনঃ মোবাইলঃ 0182-2178330