পাবনার ঈশ্বরদীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৩ অক্টোবর) শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান কালিকাপুর এলাকার মৃত ইউনুস মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পাবনা-রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে চলে আসে। কিন্তু হেডফোনের কারণে ট্রেন আসার শব্দ তিনি শুনতে পাননি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম বলেন, “ইমরান কানে হেডফোন লাগানো অবস্থায় রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি টের পাননি। ট্রেনের আঘাতেই তিনি মারা যান।” ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন ব্যবহার করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

রবিবার , ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে হেডফোন কানে লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় প্রাণ গেলো এক যুবকের
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫