সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। রবিবার মহাষষ্ঠিতে ঘটে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপূজা। পাবনার চাটমোহরে এবার ৫২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চাটমোহর পৌর সদরে ১৩টি, নিমাইচড়া ইউনিয়নে ৮টি, গুনাইগাছায় ৪টি, মূলগ্রামে ৩টি, ডিবিগ্রাম ইউনিয়নের ১টি, হরিপুর ইউনিয়নে ২টি, বিলচলন ইউনিয়নে ৩টি, পার্শ্বডাঙ্গা, ফৈলজানা এবং ছাইকোলায় ১টি করে এবং হান্ডিয়াল ইউনিয়নের ১৫টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব। বিভিন্ন মন্দির, রাস্তা-ঘাট করা হচ্ছে আলোক সজ্জা, প্রতিদিন বিকেলে তেকে রাত অবধি হিন্দু সম্প্রদায়ের ভক্ত-পূণ্যার্থীরা মন্দির ঘুরে ঘুরে পূজা অর্চনা করছেন। দেব-দবীর আর্শিবাদ নিচ্ছেন। দূর্গা পূজা ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপূজার মহাষষ্ঠীতে শ্রীশ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস ছিল। দেবী এবার গজে আগমন করবেন,গমন করবেন দোলায়। চাটমোহরে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা শান্তিপুর্ণভাবে এবং সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। প্রতিটি মন্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
আজ বুধবার শারদীয়া দুর্গাপূজার মহানবমী। আাগামীকাল (২ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীর বিজয় দশমীতে বিসর্জনের মধ্য শেষ হবে ৫ দিনের শারদীয়া দুর্গা উৎসব। পঞ্জিকা অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া।
চাটমোহরের ৫২ টি পূজা মন্ডপে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপ। দূর্গা উৎসব পরিপূর্ণ করতে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চাটমোহর উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে প্রতিটি মন্ডপে আধা টন কেজি করে খয়রাতি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) অশোক চক্রবর্তী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে,গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল। সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য জানান, চাটমোহরবাসীর সার্বিক সহযোগীতা পূজা উৎসব আরো প্রাণবন্ত হয়েছে।
এদিকে চাটমোহরের পুজা উৎসব সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে উদযাপনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলীস, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠদের সদস্যদে স্বেচ্ছাসেবী হিসেবে সার্বক্ষণিক কাজ করছে।