শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
পাকুন্দিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার, (১ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলার সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখা।
উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া ২টি পূজামণ্ডপ পরিদর্শন করে ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম ও সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা যাতে কোনো ধরনের হামলা কিংবা ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন সেজন্য কাজ করছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উপজেলার পৌরসভা, মির্জাপুর, বাহাদিয়া, খামা, নারান্দী, সুখিয়া ও হোসেন্দীসহ উপজেলার অন্যান্য এলাকায় বেশ কয়েকটি মন্দির ও হিন্দু পাড়া রয়েছে। এসব মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তারা যেন অনিরাপদ বোধ না করেন সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লোকজনের সঙ্গে কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। এখানকার পূজামণ্ডপের লোকজনদের সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। পূজামণ্ডপ রক্ষাসহ তাদের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি।
তারা আরও জানান, পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন জামায়াতে ইসলামীকে জানিয়েছেন তারা ভালো আছেন। এসময় গুজব প্রতিরোধ এবং কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা করলে স্থানীয় প্রশাসনকে অবগত করার জন্য তাদেরকে বলা হয়।
এ সময় সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি ও সুখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি মোঃ আল আমিন, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ৮নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, বায়তুল মাল সম্পাদক মোঃ মুছলে উদ্দিন চুন্নু, কিশোরগঞ্জ জেলা সদরের ৩নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, ভিটিপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও সহযোগী মোঃ আশরাফ উদ্দিন, ৭নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ রমজান আলী, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড ইউনিট সম্পাদক যুবায়ের আহমেদ, বায়তুল মাল সম্পাদক মোঃ আবু হানিফা ও সহযোগী সদস্য আব্দুল কুদ্দুস, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।