শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় শহীদ খান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত  নবজীবনের সহযোগী প্রতিষ্ঠান এনজে হসপিটালের যাত্রা শুরু 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
“নিরাপদ স্বাস্থ্যের জন্য নিশ্চিত সেবার প্রতিশ্রুতি নিয়ে নবজীবনের আরও একটি সহযোগি প্রতিষ্ঠান শহীদ খান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের নতুন সংযোজন এনজে হসপিটাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এলাকায় শহীদ খান ফাউন্ডেশন এর সভাপতি হাফিজুল ইসলাম খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান। এনজে হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান।
প্রধান অতিথি  হিসেবে এনজে হসপিটালের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর দিলারা বেগম, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন,   শহীদ খান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাবেক  ফিফা রেফারি তৈয়েব হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, নবজীবনের নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান, শহীদ খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আফরোজার খান চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অহিদুজ্জামান খান, সাতক্ষীরার সকাল  পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, রিসেন্ট এর নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এনজে হসপিটাল একটি মানসম্মত হাসপাতাল হিসাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করবে। যার মধ্যে রয়েছে সকল ধরনের ডিজিটাল এক্স-রে, প্যাথলেজিক্যাল সকল পরীক্ষা-নিরীক্ষা, ইসিজি, ইকো, হরমনসহ সকল রক্তের সকল পরীক্ষা, হিস্টোপ্যাথলজি ও সাইটোপ্যাথলজি, মাইক্রোবায়োলজি, বায়োপসি,ইমিউনোহিস্টোকেমেস্ট্র, টিউমার/ক্যান্সার Fnac পরীক্ষা, জরায়ু মুখের  Papsmer পরীক্ষা, রক্তশূন্যতার Pbf পরীক্ষা, অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকা ও খুলনা এবং সাতক্ষীরার স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যে সকল সেবা পাওয়া যাবে- গাইনী এন্ড  অবস্, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, যৌন ও এলার্জি, বিশেষজ্ঞ, নাক, কান, গলা বিশেষজ্ঞ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স ও নিউরো মেডিসিন। এনজে হসপিটাল থেকে স্বাস্থ্য সেবা নিতে সিরিয়ালের জন্য ০১৯০১৫২০১১০।মুঠোফোন যোগাযোগ করার জন্য এনজে হসপিটাল কর্তৃপক্ষ আহব্বান জানিয়েছে। অত্যাধুনিক এই এনজে হসপিটালে নানা ধরনের সুবিধা থাকবে বলে জানিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ। এনজি হসপিটাল এর উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসময় শহীদ খান ফাউন্ডেশনের সদস্য, নবজীবন পরিবারের সদস্য ও ডাক্তার এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।