শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আনসার-ভিডিপি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘœভাবে উদযাপনের লক্ষ্যে বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের তথ্যমতে ,আটোয়ারীতে ১৯৬ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দুর্গামন্ডপগুলোতে শৃঙ্খলার কাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহিলা ভিডিপি সদস্য ৬০ জন। উপজেলার ৩০ টি পূজা মন্ডপে আনসার বাহিনী ও ভিডিপি’র সদস্যরা পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিরলস দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ রকিব উদ্দিন এর নির্দেশনা ও তত্বাবধানে পূজা মন্ডপের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার-ভিডিপি সদস্যদের অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে একজন পিসি,একজন এপিসি,৪জন পুরুষ ও ২জন মহিলাসহ ৮জন করে ডিউটি পালন করছেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ পুজা মন্ডপে ১জন পিসি,৩জন পুরুষ আনসার ভিডিপি,২জন  মহিলা সহ ৬জন আনসার-ভিডিপি’র সদস্য শান্তি-শৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করে দুর্গা মন্ডপে পাঠানো হয়েছে। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম(লাকী) ও টিআই আফজাল হোসেন সার্বক্ষনিক পূজামন্ডপগুলোতে গিয়ে তদারকি করছেন।
এছাড়া সীমান্ত এলাকায় দুর্গা মন্ডপগুলোতে আনসার ভিডিপি’র পাশাপাশি বিজিবি’র টহলটিম প্রশংসনীয় ভুমিকা রাখছে। প্রতিটি দুর্গা মন্ডপে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজাজামন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে দুর্গা মন্ডপ কমিটি ও দায়িত্বে থাকা আনসার- ভিডিপি সদস্যদের সাথে  কথা বলে খোজ খবর নিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজাজামন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। এবছর নিরাপত্তা ব্যবস্থায় আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ফলে ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দ আনসার ভিডিপি’র দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।