শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রেম-বিচ্ছেদ – কবি ফুহাদ আল-মাহদী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ আগস্ট, ২০২০

যেতে দিতে কভু, চাহেনি ত মন;
হিয়া মাঝে লাগে, বিরহ-দহন।।

কতো-স্মৃতি কতো-প্রীতি
প্রেমে-ভরা ক্ষণ;
প্রেমেরি বাঁধনে বেঁধেছিনু
তোমারি মন।।

তোমাতে-আমাতে ছিল
কতোনা আকিঞ্চন;
ভালোবেসেছিলা বেসেছিনু
মানিয়া আপন।।

আপন হয়ে কেন হে প্রিয়ে?
করিলা এমন;
ছিড়িয়া ফেলিলা যেন
প্রেমেরী বাঁধন।।

ভেঙে দিলা মন, কাঁচেরী মতন,
প্রেমকে করিলা নিজে হাতে খুন,
পরিনামে অন্তিমে পেলাম ছলন;
হিয়া-মাঝে লাগে তাই বিরহদহন।।

আমাকে ছেড়ে, কেমোনে এখন;
অন্যকে হায়! করিলা আপন।।

অতি নিষ্ঠুর তব প্রেমহীন মন,
দিয়ে গেলে বুকভরা জ্বালা ও বেদন,
সহিতে পারিনা তা, পারিনা কহন।।

রিক্তমনে আমি হতাশায় এখন,
প্রিয়া-হারা শোকে করি ক্রন্দন,
ভুলিতেও পারিনা কোন মতন।।।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।