দীর্ঘ ২২ বছর পর পাবনার আটঘরিয়া উপজেলা ছাত্র দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দেবোত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র নেতা মিলন হোসেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন।
উক্ত মতবিনিময় সভায বক্তব্য রাখেন দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কারানির্যাতিত ছাত্র নেতা আশরাফুল ইসলাম, ছাত্র নেতা রোহান, রাসেল, আজিজুল, হযরত, সাব্বির তমাল, আরিয়ান জাহিদ, জিসান, নাইম, নিরব,শাকিব, শাকিল, মাহিম প্রমুখ। পরিচালনায় ছিলেন ছাত্র নেতা নাজমুস সাদাত।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র দলের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে মতিঝিল বাজার। এছাড়াও ছাত্র নেতা মঈনুল ইসলাম মাহিম এর নেতৃত্বে মতিঝিল বাজার থেকে একটি বিশাল মিছিল মতবিনিময় সভায় এসে পৌছায়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্ররা উপস্থিত ছিলেন।
এসময় কারানির্যাতিত ছাত্ররা দাবি করে বলেন, দীর্ঘ ২২ বছর আমাদের আটঘরিয়া উপজেলায় ছাত্র দলের কোন কমিটি নেই।
তবে জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের জোর দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন ছাত্র দলের পূণাঙ্গ কমিটি ঘোষণা করার জোর দাবি জানান। উক্ত মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী জাহিদ হোসেন।