বুধবার , ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শার্শা থানার ওসি আলিমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শার্শা থানার ওসি আব্দুল আলিম এর অপসারনের দাবিতে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল এর শার্শা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম এর নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। ঘটনার ১৩ দিন পর মামলা করায় সন্দেহ হয়েছে মনিরকে এক শ্রেনীর কুচক্রী মহল রাজনৈতিক ও সাংবাদিক পেশার প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে এ ন্যাক্কার জনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ মানববন্ধন কর্মসুচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

প্রধানবক্তা সহ মানববন্ধনে অংশগ্রহন করা সাংবাদিকরা মনির অনতি বিলম্বে মুক্তির দাবি জানান এবং কুচক্রী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আহবান জানান। সেই সাথে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এর অপসারন দাবি করেন। সাংবাদিক মনির প্রায় দুই যুগের উপরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছে। তার বিরুদ্ধে কোন চাদাবাজি বা অনৈতিক কর্মকান্ডের কোন কলংক নাই তার সাংবাদিকতার জীবদ্দশায়। তার লেখা ছিল অন্যায়ের বিরুদ্ধে, চোরাচালানীদের বিরুদ্ধে। তাকে তার পেশাগতভাবে হয়রানির জন্য একটি মিথ্যা নাটকিয় মামলা সাজানো হয়েছে। তাছাড়া শার্শা থানার ওসি কুচক্রী মহলের কাছে বিক্রি হয়ে এই সাজানো মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। তার এই আচারনে গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নের সম্মুখিন করেছেন। দ্রুত এই ওসির প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ দীনু আহম্মেদ, সাধারন সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সহসভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, বন্দরপ্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বেনাপোল প্রেসক্লাবের সাজেদুর রহমান , নাসির উদ্দিন, জি এম আশরাফ, কালবেলা পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, কাজী শাহজাহান সবুজ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, বাকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সীমান্ত প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক ও খোলা কাগজের বেনাপোল প্রতিনিধি সাগর সহ শার্শা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য একটি কুচক্রী মহল প্রতিহিংসা বশত গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। আবার ওই মামলায় নির্যাতনের ঘটনা দেখিয়েছে গত ১১ সেপ্টেম্বর। অর্থাৎ ঘটনার ১৩ দিন পর মামলাটি রুজু করেন। মামলা করার সাথে সাথে শার্শা থানার ওসি মোঃ আলিম কোনও অদৃশ্য শক্তির কারনে ঘটনার কোনও তদন্ত না করে তড়িঘড়ি করে সাংবাদিক মনিরকে আটকে করে এবং জেলহাজতে প্রেরন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।