বুধবার , ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতারণার মাধ্যমে মাদ্রাসার ভূয়া রশিদ তৈরি করে টাকা আদায় চক্রের ২ সদস্য আটক, অতঃপর,,,

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের অভয়নগরে রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন(রাঃ) মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভূয়া রশিদ তৈরি করে দানের টাকা আদায় চক্রের ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনগণ। সোমবার দুপুরে ওই চক্রের ৩ সদস্য উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা থেকে ভূয়া রশিদ দিয়ে টাকা আদায় করতে গেলে স্থানীয়রা ওই চক্রের তিনজনকে আটক করে উত্তম মাধ্যম দিলে জাহাঙ্গীর নামে একজন কৌশলে পালিয়ে যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ পেয়ে আটক ২ জনকে মাদ্রাসার হেফাজতে স্থানীয়রা ছেড়ে দেন। আটককৃত প্রতারক ২ সদস্য হলেন মাদারীপুর জেলার রাজ্যর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের আরইপাড়া গ্রামের মৃত তারেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম হাওলাদার(৩৭), এবং একই জেলা ও উপজেলার কেষ্টপুর গ্রামের মৃত আতিয়ার চাকলাদারের ছেলে মোঃ সজিব ওরফে জাহিদ(৩৪)। পরবর্তীতে মাদ্রাসা পরিচালনা পরিষদের কমিটির নেতৃবৃন্দ আটককৃত চক্রের সদস্যদের জিগাসাবাদে ওই দুইজন স্বীকার করে জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র একসময় রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন(রাঃ) মাদ্রাসা লিল্লাহ বোডিং এ চাকরি করতেন। সেই সুবাদে তারা ওই মাদ্রাসার দানের টাকা আদায়ের রশিদ নিজেদের সংগ্রহে রেখে দিয়ে মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে দিয়ে নিজেরা মাদ্রাসার নামে রশিদ বহি ছাপিয়ে নিয়ে বিভিন্ন স্থান থেকে টাকা আদায় করে থাকে। তারা আরো জানান ওই টাকা আদায় চক্রের সাথে যশোরে ভাড়ায় বসবাস করা জাহাঙ্গীর নামে একজন আছে আর তাদের জেলার সোহাগ নামে একজন ওই চক্রের সাথে জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন থেকে এই প্রতারণা করে আসছে। এবিষয়ে রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন(রাঃ) মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পরিচালক হোসাইন আহমেদ বলেন,  আমার মাদ্রাসার নামে দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন মানুষের থেকে দানের টাকা এইভাবে আদায় করে লোপাট করছে। যা দুঃখজনক ব্যাপার। এবিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি বিষয়টি নিয়ে সালিশ মিমাংসার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা লিখিত ভাবে দেওয়ার ঘোষণা দিয়ে ওই দুই প্রতারককে ছেড়ে দেওয়া হয় বলে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।