আমি মুসলিম—আমার তরে,
আছে আলো ঈমান ঘরে।
আল্লাহর নাম শ্রেষ্ঠ পুঁজি,
তাওহীদের ডাকে প্রাণ ভুঁজি।
নবীর আদর্শ জীবন জুড়ে,
সত্যের পথে চলি আমি পুরে।
কুরআন আমার দিশারী চির,
হেদায়তের পথে করি ভোরের ফির।
আমার পরিচয়—ইসলাম ধন,
আখলাকে ভরা অন্তর মন।
সত্য, ন্যায় আর সেবা কাজ,
মিথ্যা-অন্ধকারে রাখি না বাজ।
আমি মুসলিম—সেই তো গর্ব,
রহমতের পথে দিই না হারব।
আল্লাহর জন্য বাঁচা মরণ,
এই তো জীবনের আসল কারণ।