শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস.আই.এম.ও ডা. সিফাত জাহান ও ডিভিশনাল এস.আই.এম.ও (পাথ) ডা. মোঃ শামীম হোসেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি,আটোয়ারী থানার ওসি , গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি কোম্পানী কমান্ডার,বীর মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর জানান,টিকাদান ক্যাম্পেইনের আওতায় আটোয়ারী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ও কমিউনিটি পর্যায়ে ৪২ হাজার ৮৯৩ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ২২ হাজার ২৭৫ ছেলে এবং ২০ হাজার ৬১৮ মেয়ে। মোট লক্ষ্যমাত্রার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে মোট ৩০ হাজার ৬৮১ শিশুর মধ্যে ১৫হাজার ৯৯১ ছেলে এবং ১৪হাজার ৬৯০ মেয়ে। তিনি জানান, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩১৭ টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১৭৩ টি কেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে ১৪৪ টি কেন্দ্র থাকবে। এছাড়াও কর্মীদের মধ্যে ভ্যাকসিনেটর ৩৬ টি ,স্বেচ্ছাসেবক ৯৭২জন, প্রথম সারির সুপারভাইজার ১৮ জন দায়িত্বে থাকবে। কমিউনিটি পর্যায়ে মোট ১২ হাজার ২১২ শিশুর মধ্যে ৬ হাজার ২৮৪ ছেলে এবং ৫ হাজার ৯২৮ মেয়ে। তিনি বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির(ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন(টিসিভি) এর আওতায় প্রথম দুইসপ্তাহ (১২ – ৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ ( ১ – ১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্প্ইেনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। এ বিষয়ে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ দায়িত্বশীলদের টাইফয়েড টিকা বিষয়ে সক্রিয় ভুমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পুর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।