শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দুর্গাপূজায় প্রায় ৩০০ টি-শার্ট উপহার দিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপে প্রায় ৩০০ পিস টি-শার্ট উপহার দিয়েছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মোট ১১ টি পূজা মণ্ডপের সংশ্লিষ্ট কমিটির কাছে এই টি-শার্ট হস্তান্তর করা হয়। এসময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন ভার্চুয়ালি ফোন কলের মাধ্যমে সকল পূজা মণ্ডপের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পূজা উদযাপনের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
মূলত, দুর্গাপূজা ঘিরে কেউ যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। ধুবড়িয়া ইউনিয়নবাসী অতীতের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে  পূজা উদযাপন করছে। এর মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুবড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হেমন্ত শীল জানায়, ধুবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য নাতি ইউসুফ হোসেন লেনিন এর পক্ষ থেকে প্রাপ্ত টি-শার্ট উপহার প্রতিটি মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যাপক আনন্দিত। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি বিদেশে থেকেও সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন। তিনি পুরো ইউনিয়নে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনের প্রতীক হয়ে উঠেছেন।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন। বর্তমানে আইনে উচ্চতর ডিগ্রি প্রাপ্তির জন্য তিনি লন্ডনে অবস্থান করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।