নওগাঁর রাণীনগরে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল আগুন দিয়ে পুড়িয়েছে করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০০মিটার দৈর্ঘ্যরে ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয়। পরে রিং জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিবুল হাসান জানান, ক্ষতিকর নিষিদ্ধ রিং জাল দিয়ে হাতিরপুল এলাকায় মাছ নিধন করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের সহযোগীতায় সেখানে অভিযান পরিচালনা করে ২০০মিটার দৈর্ঘ্যরে ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।