শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত রবিবার রাতে বাসাইল সাহাপাড়া মধ্যবাড়ী ও সাহাপাড়া পূর্ববাড়ী পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনও সঙ্গে ছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের এই কর্মকর্র্তা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে সেখানে জানানো হয়।

প্রসঙ্গত, বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৬৮টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।