মোঃ নাজমুল হুদা,লামাঃ
দেশে চলমান প্রাণ বিনাশী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে লামা উপজেলার ফাইতং ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেল ১৫০ পরিবার। বুধবার (১৯আগষ্ট, ২০২০ইং-) সকাল ৮টায় থেকে ১২টা পযর্ন্ত ১নং ওয়ার্ড় থেকে ৯ নং ওয়ার্ড়ে এ ১৫০ পরিবারের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলো বিতরণ করা হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি,ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন বি.এ, ইউপি প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ৭,৮ ও ৯ নং ওয়াডের মহিলা মেম্বার থোই হ্লাচিং মার্মা,৭ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো. মোক্তার আহমদ,যুবক লীগের মোঃ বেলাল উদ্দীনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসংগত,এল জি এস পি ৩-২০১৯/২০ইং প্রকল্পের আওতায় এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রতি পরিবারে মাঝে লাক্স সাবান ৫পিস, মাস্ক ৫পিস, বি.পাউডার ১কেজি করে দেওয়া হয়।