বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল হোসেন।
উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারিক।
বিশেষ অতিথির বক্তব্য কৃষক দলের রাখেন সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিক আহমেদ,চাঁদভা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন, দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিউল আজম শফি, একদন্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, লক্ষীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাস আলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। উক্ত মতবিনিময় সভায় উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে হাবিব ভাইয়ের জন্য, প্রতিদিন প্রতিটি গ্রামে গিয়ে ২০/৩০ বাড়িতে ধানের শীষের ভোট ভিক্ষা চাইতে হবে, আমরা কৃষক দল করি, আমরা কৃষকদের কাছে গিয়ে ধানের শীষের প্রতীকের ভোট চাইব।