পূজা এল –
পড়ছে বাড়ি ঢাকে
একটু পরেই
নিয়ে যাবে মাকে।
বিসর্জনের
বাজছে করুণ সুর
আজ থেকে মা
থাকবে অনেক দূর।
পূজা এল-
বাজছে আরও ঢোল
সবাই মিলে
বলতে হরি বল।
নিয়ে যাচ্ছে
আজকে মাকে তুলে
রেখে আসবে
বড়াল নদীর কূলে।
হিন্দু পূজা-
করে মনের টানে
উৎসব মনে
করে মুসলমানে।
এই উৎসবে
থাকে নানান জন
দশমীতে
মায়ের বিসর্জন।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দুর্গাপূজা – মনিরুজ্জামান মনির
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫