আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা বাস্তবায়নের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজ বাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও হয়বত নগর এ.ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মোসাদ্দেক ভুঁইয়া সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।
পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে দলটির উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী। শহীদী মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিলে বক্তারা বলেন, যে লক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পি.আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পি.আর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।