আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আল মোমেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের দেলদুয়ার-নাগরপুর আসনের নির্বাচন পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল, দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু শান্তি রঞ্জন সোম, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খানসহ স্থানীয় পূজা মণ্ডপ ও জামায়াত নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রায় ১২০ জন প্রতিনিধির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।