পাবনার সাঁথিয়া উপজেলায় এক মানবিক ও অনন্য উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। মানসিক ভারসাম্যহীন এক অসহায় মায়ের দুটি জমজ শিশুর দত্তক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের একটি নিরাপদ ও সুরক্ষিত আশ্রয় নিশ্চিত করলেন তিনি।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশু দুটির দত্তক হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও রিজু তামান্না বলেন,
শিশু দুটি যেন সঠিক পরিবেশে বড় হতে পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আজকে দত্তক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা একটি নিরাপদ আশ্রয় পেল। আশা করি তারা সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে।”
এছাড়া তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সাঁথিয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও রিজু তামান্নার প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করবে এবং অসহায় মানুষদের জন্য আশার আলো তৈরি করবে।
দত্তক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শিশুদ্বয়ের জন্য শুরু হলো নতুন জীবন। প্রশাসনের এমন দায়িত্বশীল উদ্যোগ সমাজে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলেও অনেকে মত দিয়েছেন।