বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রোয়াংছড়িতে ১৬ হাজার ঘনফুট পাথর নিলামে বিক্রি 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ১৬ হাজার ৩০০ ঘনফুট জব্দকৃত পাথর উন্মুক্ত নিলাম মাধ্যমে বিক্রি করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২৫) অনুষ্ঠিত উন্মুক্ত নিলাম ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান কাউছার উপস্থিত থেকে পাথর নিলামে ক্রয়ে আগ্রহী ব্যক্তিদের নগদ এক (১) হাজার টাকা জমা দিয়ে নিলাম ডাক শুরু করেন।
 জানা যায়, এটি ২০২০ সালে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন কয়েকজন পাথর ব্যবসায়ি, উত্তোলিত পাথর ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চক্ষুলাল পাড়া নামক স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে জমা করে রাখেন।
পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের নজরে আসলে একই বছরের ২২ মার্চ অভিযান চালিয়ে অবৈধ পাথরগুলো জব্দ করেন প্রশাসন। জব্দকৃত পাথর বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) এর আদেশক্রমে উপজেলা প্রশাসন উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করেন।
বিক্রয়ের অর্থ আগামী ৭কার্য্য দিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করার নিমিত্তে বিক্রি করে দেন।
এতে ঠিকাদার মাওসেতুং তঞ্চঙ্গ্যা নিলামের সর্বোচ্চ ডাক পেয়ে ১০লক্ষ ৫০০০ টাকা দিয়ে ১৬হাজার ৩০০ ঘনফুট পাথর নিয়ে নেয়।
এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরে সহকারি পরিচালক মো. রেজাউল করিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বান্দরবান পরিবেশ অধিদপ্তরে উপ সহকারি পরিচালক নিকু জোতি চাকমা, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার সহ এলাকার ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।