শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

পাবনার ভাঙ্গুড়ায় ‘গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত’¡ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)র’ বাস্তবায়ন ও সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এবং গ্রাম আদালত সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, আইনের শাসন ও মামলার জট কমাতে গ্রাম আদালতকে নারীর অংশগ্রহণের মাধ্যমে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে এ কর্মশালার মাধ্যমে নারীদের আরো প্রশিক্ষিত করে তোলার আহবান জানান তিনি।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,গ্রাম আদালত স্বক্রিয়করণ প্রকল্প ২ এর ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর বাবুল আক্তার ও উপজেলা সমন্বয়কারী মোঃ বিপ্লব হোসেন প্রমুখ।
উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন বলেন, কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ১৮ নারী জনপ্রতিনিধি সহ ৬জন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।